রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রতিনিয়ত। এ অগ্নিকাণ্ড মোকাবিলায় তৈরি করা হয়েছে ‘নির্বানল-৭১’ নামে একটি ওয়েব বেইজড মনিটর সিস্টেম। যা দিয়ে সার্বক্ষণিক রুমের তাপমাত্রা, আদ্রতা, ধোঁয়া, বিদ্যুৎ ও ভোল্টেজ পর্যবেক্ষণ করা হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়ন্ত্রণ করবে আগুন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্থায়নে ডিভাইসটি তৈরি করেছেন প্রকৌশলী মো. জাকারিয়া ও তার দল।
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে নির্বানল-৭১ ডিভাইস। যেখানে চারটি ধাপ রয়েছে। প্রথমত স্বয়ংক্রিয়ভাবে পানি বা গ্যাস প্রয়োগ করবে, দ্বিতীয়ত, অ্যালার্ম বাজবে, তৃতীয়ত যথাযথ কর্তৃপক্ষকে সেকেন্ডেই এসএমএস করবে এবং ওয়েব মনিটরে রুম দেখাবে। যা ভবনের পরিবেশ পর্যবেক্ষণ ও অগ্নিজনিত দুর্ঘটনা নিয়ন্ত্রণে সক্ষম। অগ্নিকাণ্ডের উৎস শর্ট সার্কিট হলে নির্বানল-৭১ ডিভাইসটি সুনির্দিষ্টভাবে সেই রুমের বিদ্যুৎ বন্ধ করার পাশাপাশি ফায়ার সার্ভিস, পুলিশ, অ্যাম্বুলেন্স, বিদ্যুৎ ও ভবন কর্তৃপক্ষকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সুনির্দিষ্ট স্থানের নাম ঠিকানা উল্লেখ করে এসএমএস করবে বলে জানান ‘নির্বানল-৭১’ এর উদ্ভাবক। তবে শর্ট সার্কিট থেকে যদি আগুন কিংবা ধোঁয়া না পাওয়া যায় সেক্ষেত্রে ফায়ার সার্ভিস, পুলিশ ও অ্যাম্বুলেন্সে এসএমএস যাবে না কিন্তু ‘নির্বানল-৭১’ ডিভাইসের মাধ্যমে অগ্নিকাণ্ডের আগেই প্রতিরক্ষা ব্যবস্থা নিতে পারবে। ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করার সময় থেকে ‘নির্বানল-৭১’ নিয়ে গবেষণার কাজ শুরু করেন এই প্রকৌশলী। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে তিনি কর্মরত আছেন। সরকারের পক্ষ থেকে এধরনের গবেষণায় আরো সহযোগিতা পেলে সামনের দিকে এগোনো সম্ভব বলেও মনে করেন তিনি।