অগ্নিকান্ডের ৩৫ ঘন্টা পরও বঙ্গবাজারে জ্বলছিলো আগুন

0

অগ্নিকান্ডের ৩৫ ঘন্টা পরও বঙ্গবাজারে জ্বলছিলো আগুন। আর সেই আগুন নির্বাপণে বুধবার বিকালেও কাজ করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। আর ২০১৯ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও বঙ্গবাজারে ব্যবসা চালিয়ে যাওয়ার কারণ হিসেবে নিঃস্ব ব্যবসায়িরা বললেন নতুন ভবন নির্মাণের নামে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার ভয়ের কথা।

বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডের ৩০ ঘণ্টা পরও আগুন নির্বাপণে বুধবার দুপুরেও কাজ করছিলো ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। এনেক্সকো টাওয়ারের পঞ্চম ও ষষ্ঠ তলায় গোডাউনে দেখা যাচ্ছিলো আগুন। তৃতীয়, চতুর্থ তলাসহ অন্যান্য তলা থেকে অগ্নিকাণ্ডে বেঁচে যাওয়া অবশিষ্ট মালামাল সরিয়ে নিচ্ছিলেন ব্যবসায়ীরা। এসব মাল সরাতে এনেক্সকো টাওয়ার থেকে একের পর এক ফেলা হয় বস্তা। ঈদ সামনে রেখে ধারদেনা করে দোকানে নতুন মাল তুলেছিলেন অনেকেই। নিঃস্ব মানুষগুলোর চাওয়া এই মোকাবিলায় সরকারসহ সবার সহযোগিতা। স্থাপনা ঝুঁকিপূর্ন ঘোষনার পরও মার্কেটটিতে ব্যবসা পরিচালনা করার কারণ জানতে চাইলে ব্যবসায়ী নেতারা বলেন, নতুন স্থাপনা তৈরির নামে ব্যবসা-বণিজ্য আটকে যাওয়ার ভয় কাজ করেছে বারবার। অথচ আগুন নিভিয়ে দিলো তাদের সেই ভয়, যেখানে এখন কেবলই দীর্ঘশ্বাস।

Share.

Comments are closed.