অনলাইন জুয়ার মাধ্যমে হাজার কোটি টাকা পাচার চক্রের ৯ সদস্যকে গাজীপুর থেকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নাসির মৃধা নামের এক জুয়াড়ীকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো আটজনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, ফুটবল ও ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এসব ব্যক্তি জুয়ায় লিপ্ত হয়ে সারাদেশে ১৫শ মাস্টার মাইন্ডের মাধ্যমে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে দেশের টাকা বিদেশে পাচার করে আসছিলো।