তিন পাত্তি গোল্ডসহ বিভিন্ন অনলাইন জুয়ার মাধ্যমে প্রায় দু’শো কোটি টাকা বিদেশে পাচার চক্রের মূল হোতা ও উল্কা গেমস লিমিটেডের সিইও জামিলুর রশিদসহ সাতজনকে গ্রেপ্তার করেছে রেব। রাজধানীর মহাখালী ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার রেবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে অনলাইন ক্যাসিনোর প্রচলনের প্রেক্ষিতে র ্যাব সাইবার মনিটরিং টিম জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য নজরদারি বৃদ্ধি করে। পরে গেমিং ডেভেলপমেন্টের নামে বিদেশি বিনিয়োগ প্রাপ্তির আড়ালে অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা দেশের বাইরে পাঠানোর তথ্য পায় র ্যাব। আর তখন থেকে নজরদারি বাড়ায় র ্যাব। গ্রেপ্তার হওয়া ৬ জনসহ প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টে মোটা অঙ্কের অর্থ থাকার বিষয়টিও জানানো হয় সংবাদ সম্মেলনে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার ক্রাইমে মামলাসহ মানি লন্ডারিং এর বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিযেছে রেব।