অনিয়ম এবং ত্রুটির ঘটনায় ভোট গ্রহণ বাতিল করে নির্বাচন কমিশন

0

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচনে ঠিক কী কারণে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে, তা স্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর এই ভোট বন্ধ হওয়ায় ‘জনগণ হতবাক’ হয়েছে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার ঢাকা নগর পরিবহনের ২২ ও ২৬নং রুটে নগর পরিবহনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী বলেন, গাইবান্ধায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলা সত্ত্বেও ভোটগ্রহণ বন্ধ করাটা প্রশ্নের সৃষ্টি করেছে।

এদিকে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে তথ্যমন্ত্রী বলেছেন, গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচনের ভোট বন্ধের ঘটনায় দেশে প্রমাণ হয়েছে যে, দেশে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই। বুধবার গাইবান্ধার উপনির্বাচনে অর্ধশতাধিক কেন্দ্রে অনিয়ম এবং ত্রুটির ঘটনায় ভোট গ্রহণ বাতিল করে নির্বাচন কমিশন।

Share.

Comments are closed.