অর্থমন্ত্রীর সাথে চট্টগ্রাম আবাহনীর কর্মকর্তাদের বৈঠক

0
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সাথে আজ বৈঠক করেছেন আয়োজক চট্টগ্রাম আবাহনীর কর্মকর্তারা। বৈঠকে টুর্নামেন্টের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
চট্টগ্রাম আবাহনীর পক্ষে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম আবাহনীর মহাসচিব সামশুল হক চৌধুরী এমপি, চট্টগ্রাম আবাহনীর সভাপতি  এম এ লতিফ এমপি, চট্টগ্রাম আবাহনীর সহ-সভাপতি ও টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক তরফদার মো: রুহুল আমিন, সমন্বয়ক ও চট্টগ্রাম আবাহনীর পরিচালক এন করিম চৌধুরী শারুন, ও সমন্বয়ক শাকিল মাহমুদ।
আগামী ১৯ শে অক্টোবর শুরু হবে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশের তিন ক্লাব বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী ও চট্টগ্রাম আবাহনীর সাথে কলকাতার ইস্ট বেঙ্গল ও মোহনবাগান এবং মালদ্বীপের টিসি স্পোর্টসের  অংশগ্রহণ চূড়ান্ত হয়েছে। আরও দু’টি বিদেশী ক্লাব অংশ নেবে এই আসরে।
জমকালোভাবে টুর্নামেন্ট আয়োজন করতে চায় চট্টগ্রাম আবাহনী। এবার বাড়ানো হয়েছে প্রাইজমানি।
Share.

Comments are closed.