শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সাথে আজ বৈঠক করেছেন আয়োজক চট্টগ্রাম আবাহনীর কর্মকর্তারা। বৈঠকে টুর্নামেন্টের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
চট্টগ্রাম আবাহনীর পক্ষে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম আবাহনীর মহাসচিব সামশুল হক চৌধুরী এমপি, চট্টগ্রাম আবাহনীর সভাপতি এম এ লতিফ এমপি, চট্টগ্রাম আবাহনীর সহ-সভাপতি ও টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক তরফদার মো: রুহুল আমিন, সমন্বয়ক ও চট্টগ্রাম আবাহনীর পরিচালক এন করিম চৌধুরী শারুন, ও সমন্বয়ক শাকিল মাহমুদ।
আগামী ১৯ শে অক্টোবর শুরু হবে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশের তিন ক্লাব বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী ও চট্টগ্রাম আবাহনীর সাথে কলকাতার ইস্ট বেঙ্গল ও মোহনবাগান এবং মালদ্বীপের টিসি স্পোর্টসের অংশগ্রহণ চূড়ান্ত হয়েছে। আরও দু’টি বিদেশী ক্লাব অংশ নেবে এই আসরে।
জমকালোভাবে টুর্নামেন্ট আয়োজন করতে চায় চট্টগ্রাম আবাহনী। এবার বাড়ানো হয়েছে প্রাইজমানি।