অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ রাষ্ট্র রচিত

0

অসাম্প্রদায়িক চেতনায় যে বাংলাদেশ রাষ্ট্র রচিত হয়েছে, তার ভিত্তি আরও মজবুত করতে সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন। রোববার সকালে রাজধানীর বনানী পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শুভ মহালয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথি ও আয়োজকরা। সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান আয়োজক কমিটি। ‘সাম্প্রদায়িকতা নিয়ে অপরাজনীতির বিষয়ে সতর্ক থাকার আহবান জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, দেশে প্রতিবছর পূজামণ্ডপের সংখ্যা বাড়ছে। এর কারণ হচ্ছে- মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা আরও বেশি করে সৃষ্টি হচ্ছে, সামর্থ্যও রয়েছে। নিরাপদে সবার সাথে দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করতে চান হিন্দু ধর্মাবলম্বীরা। পে-অফ: করোনা মহামারির কারণে গত দুই বছর সীমিত পরিসরে দুর্গাপূজা হলেও এবার ফিরছে স্বাভাবিক রূপে। সারাদেশে এবার ৩২ হাজার ১৬৮টি মণ্ডপে পূজা উদযাপন হবে।

Share.

Comments are closed.