অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ডাউন অঞ্চলের উইয়েমবিলার ওয়েনস রোডে সন্ত্রাসীদের বন্দুক হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছেন।
সোমবার স্থানীয় সময় বিকালে একটি বাড়ির ভেতর থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। কজন নিখোঁজ ব্যক্তির খবর পেতে পুলিশ সদস্যরা ওই বাড়িতে যান। কুইন্সল্যান্ডের পুলিশ কমিশনার ক্যাটারিনা ক্যারল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চারজন পুলিশ অফিসার সেখানে গিয়েছিলেন। নিরাপত্তার জন্য কর্তৃপক্ষ ওই এলাকাকে ‘জরুরি অঞ্চল’ হিসেবে ঘোষণা দিয়েছে।