আইসিটিতে বর্তমান সরকারের উন্নয়নের প্রশংসা করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আইসিটিতে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং কর্মসংস্থানও বেড়েছে। শুধু তাই নয় ২০৪১ সালে জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার।
আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট’ এর এবারের হোস্ট কান্ট্রি বাংলাদেশ হওয়ায় রবিবার সকালে রাজধানী ঢাকার আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিপিসি ফাউন্ডেশনের সভাপতি এবং নির্বাহী পরিচালক ড. উইলিয়াম বি. পাউচার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উর্ধতন কর্মকর্তারা ও সিআইসিপিসির কর্মকর্তাবৃন্দরাসহ আমন্ত্রিত অতিথিরা।