চলতি অর্থবছরে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য যে বরাদ্দ আইসিটি বিভাগ পেয়েছে, তা থেকে ৪০ কোটি টাকা ফেরত দেবে তারা। বৃহস্পতিবার দুপুরে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। প্রতিমন্ত্রী বলেন, ২০২২-২৩ অর্থবছরে আইসিটি বিভাগ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য অর্থ বিভাগ থেকে ৭৫ কোটি টাকা বরাদ্দ পেয়েছিল। তবে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আইসিটি বিভাগ ব্যয় সাশ্রয়ের জন্য ১৭টি আয়োজন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এতে প্রায় ৪০ কোটি টাকা সাশ্রয় হবে।
প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী পলক বলেন, বাংলাদেশ প্রযুক্তিগত দিক থেকে উন্নতি লাভ করছে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ ভিশন অর্জনে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে আইসিটি বিভাগ। করোনাকালীন সারা বিশ্বের মত বাংলাদেশও একটি অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখিন হয়। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ইভেন্টসমূহ এ বছর বাতিল করা হয়েছে। তবে জাতীয় দিবস বিবেচনায় “ডিজিটাল বাংলাদেশ দিবস” সীমিত পরিসরে আয়োজন করার পরিকল্পনা করা হয়েছে। দেশের স্বার্থে ও জনগণের স্বার্থে ১৭টি অনুষ্ঠান বাতিল করার ফলে উক্ত বাজেটের মধ্য থেকে প্রায় ৪০ কোটি টাকা ফেরৎ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশেষভাবে উল্লেখ্য, আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালস ঢাকা আয়োজন না করা হলে উক্ত আয়োজনের প্রায় ৩০ কোটি টাকাই ফেরৎ দেওয়া সম্ভব হত।