কোন টেন্ডার নয়, অনুষ্ঠান নয়, বাজেট নয়,সম্পুর্ন ইচ্ছাকৃতভাবে উত্তেজিত করা হচ্ছে আওয়ামী লীগের সংস্কৃতি কর্মীদের।
গত ১০ মার্চ ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় বিটিভির মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আযোজন করে আওয়ামীমনা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ তালিকাভুক্ত শিল্প, সংগঠকবৃন্দ। এই দোয়া অনুষ্ঠিত হয়। এ লক্ষে মুল ভবনের বাইরে কেন্টিনের সামনের রেলিংএ একটি ব্যনার দেয়া হয়। কিন্তু ওইদিন রাত ১১ টার পর ব্যনারটি ছিড়ে ফেলা হয়েছে । বিষয়টি উস্কানিমূলক বলে ধারনা করছে শিল্পীবৃন্দ।
দীর্ঘদিন যাবৎ সরকার দলিয় সংস্কৃতি কর্মীদেরকে নানা ভাবে উত্তেজিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে । তাদের অনেকেরই অনুষ্ঠান বন্ধ করা হয়েছে, নিয়মিত অনুষ্ঠান না দেয়াসহ নানা রকমভাবে তাদেরকে উত্তেজিত করার চেষ্টা চলছে। সম্প্রতি সরকার গঠনের পর শিল্পীবৃন্দ রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে একটি ব্যানার লাগাতে গেলে প্রচন্ডরকম বাধার সম্মুখীন হলে হাতাহাতির ঘটনাও ঘটে ।
ঢাকা কেন্দ্রের জিএম কে অভিযোগ করলেও এখন পর্যন্ত এর কোন বিচার হয়নি। বিটিভির সহকারি পরিচালক প্রশাসন সফিউলের নির্দেশেই এই ঘটনা গুলো ঘটেছে বলে নিরাপত্তা কর্মীদের দবি। এদিকে সফিউল নিজেকে বর্তমান সংস্থাপন মন্ত্রীর আত্মীয় বলে দাবি করেন। নানাভাবে প্রভাব খাটিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে। নিজের ছোটভাইসহ আরো ডজন খানেক চুক্তি ভিত্তিক নিয়োগ ও দিয়েছেন সফিউল । প্রথমে মেকআপ শাখায় কম্পিউটার অপারেটার হিসাবে বর্তমানে ভিডিও এডিটর হিসাবে চাকরি করছে। যদিও এই মুহুর্তেও যদি তার নিরপেক্ষ ইন্টারভিউ নেয়া হয় নির্ঘাত ফেল করবে বলে মন্তব্য করেছেন অনেক কর্মকর্তা। বিষয়টি নিয়ে তথ্য মন্ত্রীর হস্তক্ষেপ চায় স্বাধীনতার স্বপক্ষের শিল্পী বৃন্দ।বিশিষ্টজনের মতে সিসি ক্যমেরার ফুটেজ দেখে দ্রুত বিষয়টি চিহ্নিত করে বিচারের আওতায় আনা উচিৎ।
আওয়ামীলীগ কর্মীদের সংঘর্ষে উস্কানী দিচ্ছে বিটিভি
0
Share.