আওয়ামী লীগের জনসমর্থন নেই, বিএনপি কখনও সে কথা বলেনি উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দলটির জনসমর্থন দ্রুত নেমে যাচ্ছে। রাষ্ট্র পরিচালনায় তাদের অদক্ষতার কারণে, জনসমর্থনের পারদ দ্রুত নেমে যাচ্ছে। মঙ্গলবার রাজধানীতে এক সভায় এ কথা বলেন তিনি।
বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে লেবার পার্টির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় এই সভার। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, রাষ্ট্র পরিচালনায় অদক্ষতার কারণে, জনগণের সমস্যার সমাধানের অক্ষমতার কারণে আওয়ামী লীগের জনসমর্থনের পারদ দ্রুত নেমে যাচ্ছে। এ সময় তিনি দাবি করেন যে, বিএনপির সমাবেশে সরকার যতই বাধা দিচ্ছে, সমাবেশের আকার আরও বেশি বাড়ছে। নিজেদের কর্মকান্ডে সরকার মানুষের কাছে হাস্যকর হিসেবে পরিগণিত করছে বলে মন্তব্য করেন নজরুল ইসলাম খান।