আওয়ামী লীগ ক্ষমতায় এলে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়

0

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় কেবল আওয়ামী লীগ ক্ষমতায় এলে। কারণ, এই দল মানুষের জন্য কাজ করে। বৃহস্পতিবার সকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ক্ষমতায় থাকতে বিএনপি আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর যে অত্যাচার করেছে, আওয়ামী লীগ তার কোন প্রতিশোধ নেয়নি বলে এ সময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

যুব মহিলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন নিয়ে বিএনপির আন্দোলনের জবাবে বলেন, ২০০৮ সালের নির্বাচনেও তো ৩০টা সিট পেয়েছে। জাতীয়-আন্তর্জাতিকভাবে কেউ তো সে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেনি। তাই নির্বাচন নিয়ে তাদের মুখে এতো কথা মানায় না। আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশের মানুষের ভাগ্যে নেমে আসে কালো মেঘ। বিএনপিসহ যারাই আগে ক্ষমতায় ছিল, দেশের মানুষকে কিছুই দিতে পারেনি। ৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের আগের ২১ বছর এ দেশের মানুষ নির্যাতিত, শোষিত ও বঞ্চিত। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ২০০১ সালে দক্ষিণাঞ্চলে বিএনপি-জামায়াতের তাণ্ডবে কোনো সাংবাদিক ঢুকতেই পারতেন না, তা তারা ভুলে গেছেন। গৌরনদী থেকে একটা গ্রুপ কোটালিপাড়ায় এসে একাত্তরের মতো আশ্রয় নিয়েছিলো বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

Share.

Comments are closed.