আওয়ামী লীগ নেতারা এখনই জেলে যাওয়ার বিষয়ে ভাবছেন

0

আওয়ামী লীগ নেতারা এখনই জেলে যাওয়ার বিষয়ে ভাবছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় অন্যান্য বক্তা বলেন, জনগণের পিঠ দেওয়ালে ঠেকে গেছে।

আলোচনা সভায় বিএনপির বিভাগীয় সমাবেশ প্রসঙ্গে ফখরুল বলেন, সমাবেশগুলো দেখে যা মনে হয়েছে, মানুষ সব বাধা উপেক্ষা করে চলে আসছেন। বরিশালের সমাবেশের দুদিন আগে লঞ্চ, বাস, এমনকি খেয়া পর্যন্ত বন্ধ করা হয়েছে। কিন্তু মানুষ সাঁতরে পর্যন্ত সমাবেশে উপস্থিত হয়েছেন। সাধারণ মানুষের এই উপস্থিতি বিরোধী দলকে অনুপ্রাণিত করেছে। এ সময় অন্যান্য বক্তা বলেন, ডিসেম্বরের আগেই ঢাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় সরকার। দলীয় সরকারের অধীনে নির্বাচনের বাস্তবতা বাংলাদেশে নেই বলে এ সময় মন্তব্য করেন বক্তারা।

Share.

Comments are closed.