আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচিতে বিশ্বাসী নয়

0
আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচিতে বিশ্বাসী নয়, মন্তব্য করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশ্যে বলেন, সাম্প্রদায়িক অপশক্তির সহযোগিতা ছাড়া বিএনপির সভাসমাবেশ এখনো অচল রবিবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় সম্মেলনের প্রস্তুতি সভায় তিনি একথা বলেন। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে দলের বিভিন্ন প্রস্তুতি সভা ধারাবাহিক কর্মসূচি হচ্ছে। বিএনপির সঙ্গে এটা কোন পাল্টাপাল্টি কর্মসূচি নয় বলে মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক। জাতীয় সংসদ থেকে বিএনপির গুটিকয়েক সংসদ সদস্যের পদত্যাগের বিষয়ে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, তাতে কি সংসদ অচল হয়ে যাবে? বিএনপি আবারও আগুন সন্ত্রাস সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক অপশক্তির সহযোগিতা ছাড়া বিএনপির সভাসমাবেশ এখনো অচল
Share.

Comments are closed.