আওয়ামী লীগ সরকার উৎখাত করা এতো সহজ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত মহান বিজয় দিবসের বিশেষ আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বাঙালি যে বিজয়ে এনেছে, সেটা যেন কেউ নস্যাৎ করতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যেআওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, বিজয়ের মাসে বিজয়ের অনুষ্ঠান না করে তারা সরকার উৎখাত করতে ১০ ডিস্মেবর আন্দোলনের ঘোষণা দিলো। কিন্তু আওয়ামী লীগ সরকারকে সহজে উৎখাত করা সম্ভব নয় এ সময় হুশিয়ারি উচ্চারণ করেন তিনি। সরকার উৎখাতের আন্দোলনে বাম-ডান মিলেছে, এমন ইঙ্গিত করে প্রধানমন্ত্রী তাদের সমালোচনায় বলেন, বাম, স্বল্পবাম ও অতিবাম সবাই এখন জামায়াত-বিএনপির সঙ্গে মিলে গেছে। মুক্তিযুদ্ধের সময় মার্কিন নাগরিকদের ভূমিকার প্রতি সম্মান জানিয়ে বলেন, একাত্তরে মার্কিন সরকার পাকিস্তানের পক্ষে থাকলেও তাদের জনগণ বাঙালির পক্ষে ছিল। এজন্য পরে তাদেরকে সম্মানিত করা হয়েছে। কিন্তু কেউ ষড়যন্ত্র করলে তার প্রতিবাদের ভাষাটাও আওয়ামী লীগের জানা আছে বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা।