আগামী তিন বছরে আমরা ভোজ্যতেলের আমদানি কমিয়ে আনা হবে

0

দেশে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি করে আগামী তিন বছরে আমরা ভোজ্যতেলের আমদানি কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ‘বিদ্যমান শস্য বিন্যাসে তৈল ফসলের অন্তর্ভুক্তি এবং ধান ফসলের অধিক ফলনশীল জাতসমূহের উৎপাদন বৃদ্ধি’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।

এখন ভোজ্যতেলের ৯০ শতাংশই আমদানি করতে হয়। এ আমদানি ৪০-৫০ শতাংশে নামিয়ে আনতে চায় সরকার। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে আয়োজিত এই কর্মশালারয় তেমনটাই জানালেন কৃষিমন্ত্রী।

অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ভারতের চেয়ে বাংলাদেশের আমদানি চার গুণ বেশি হলেও তাদের চেয়ে বাংলাদেশে মূল্যস্ফীতি কম। দেশের অর্থনীতি যে স্থিতিশীল, তার মূল কারণ কৃষক। অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। জলবায়ু পরিবর্তনসহ নানা ধরনের সমস্যার কারণে সামনের দিনগুলোতে অনেক ধরণের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলেও উৎপাদন বাড়াতে কৃষকদের প্রতি আহ্বান জানান বক্তারা।

Share.

Comments are closed.