আগামী নির্বাচন স্বচ্ছ হবেঃ প্রধানমন্ত্রী

0

আগামী নির্বাচন স্বচ্ছ হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ৭৭তম অধিবেশন পরবর্তী সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে এমন মন্তব্য করেন তিনি। এসময় তিনি বলেন, এবার ভোট চুরি করতে পারবে না বলেই বিএনপি নির্বাচনে আসতে ভয় পাচ্ছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টভাবে বলেন যে, জনগণ নির্বাচনে অবাধে তাদের ভোট দেবে এবং বিএনপিকে আশ্বস্ত করেছেন যে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এ সময় তিনি বলেন, ভোট চুরির সুযোগ নেই বলেই নির্বাচন নিয়ে শঙ্কায় বিএনপি।

আওয়ামী লীগ কখনও কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসেনি বরং তার দল সবসময় জনগণের ভোটেই ক্ষমতায় আসে বলে এসময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সামরিক শাসন ও বিএনপি-জামায়াতের আমলে লাইনচ্যুত হওয়া নির্বাচন প্রক্রিয়াকে সঠিক পথে এনেছে আওয়ামী লীগ সরকার । দেশে প্রবাসীদের বিনিয়োগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রবাসীরা যাতে দেশে বিনিয়োগে উৎসাহী হন, তার জন্য ।নুকূল পরিবেশ সৃষ্টি করা হয়েছে। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা শনিবার সন্ধ্যায় সড়কপথে নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসি এসে পৌঁছান।

Share.

Comments are closed.