আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে একক সমন্বিত পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মেধাবী শিক্ষার্থীদের ট্যাব বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে তিনি বলেন, ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা ছিলেন। বিশ্বের বহু উন্নত দেশে যেভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেভাবে পরীক্ষা নেয়া হবে। এখানে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। সে পরীক্ষার মাধ্যমে জাতীয় মেধা কমিটির তালিকা তৈরি করা হবে। সে তালিকা অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের ভর্তির ব্যবস্থা করা হবে।