আজ থেকে শুরু হলো করসেবা মাস

0

আয়কর রিটার্ন দাখিলসহ করদাতাদের সেবা দিতে মঙ্গলবার থেকে শুরু হলো করসেবা মাস। পুরো নভেম্বর জুড়ে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেলে অফিস চলাকালে নিরবচ্ছিন্নভাবে পাওয়া যাবে করসেবা।

মঙ্গলবার সকালে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে করসেবা মাস উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এনবিআর চেয়ারম্যান বলেন, কর সংস্কৃতি বিকাশ, কর দাতাদের আস্থা ও বিশ্বাস অর্জন করার লক্ষ্যে এনবিআরের আয়কর বিভাগ ২০২০ সালে প্রথমবারের মতো নভেম্বর মাসকে আয়কর তথ্য-সেবা মাস ঘোষণা করে। চিরায়ত সামাজিক জীবনের সঙ্গে যদি আয়কর আহরণের মতো জটিল বিষয়কে যুক্ত করে দেওয়া যায় তাহলে করদাতারা উৎসবের আমেজে আয়কর প্রদানের সুযোগ পাবেন। এর মাধ্যমে কর সচেতনতাসহ রাজস্ব আহরণ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে।

Share.

Comments are closed.