আজ বিশ্ব হার্ট দিবস

0

২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিলো- ‘হ্রদয় দিয়ে হৃদয়কে ভালোবাসুন, প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করুন’। পরিসংখ্যান বলছে, প্রতি বছর হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যাচ্ছেন ২ লাখ ৭৭ হাজার মানুষ। , অন্যান্য রোগের তুলনায় হৃদরোগে মৃত্যুর হার সবচেয়ে বেশী।

পৃথিবী ব্যাপী সবচেয়ে বেশী মৃত্যু ঘটে হৃদ রোগে। বাংলাদেশে প্রতি দুই মিনিটে হৃদরোগে মারা যান একজন। আর প্রতি ঘণ্টায় মারা যান প্রায় ৩২ জন। দিনে এর সংখ্যা দাঁড়ায় প্রায় ৭৬৯ জনে। বিশেষজ্ঞরা বলছেন, হার্টকে সুস্থ রাখতে হলে নিয়মিত পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিকস ,উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে এবং ধূমপান পরিহার করে কায়িক পরিশ্রম করতে হবে।

যারা তামাক ,তামাক জাতীয় দ্রব্য এবং এলকোহল ও বিভিন্ন নেশা জাতীয় খাবার থেকে বিরত থাকে অনেকাংশে এই রোগের ঝুকি কমে আসবে। চিকিৎসার চেয়ে এই রোগটি কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, তার জন্য সবাইকে আগে সচেতন হওয়ার আহবান বিশেষজ্ঞদের।

Share.

Comments are closed.