কুমিল্লা নগরীর মোগলটুলিতে মাদকের টাকা ভাগাভাগি ও আধিপত্য বিস্তার নিয়ে দুই কিশোর গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাহাবুব হোসেন মান্না নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে আশংকাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে মান্নার মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত মান্নার সাথে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে সোমবার রাতে দু—গ্রুপের মারামারির ঘটনা ঘটে, এক পর্যায়ে বেশ কয়েকজন কিশোর মান্নাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ভোরে আশংকাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে মান্নার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ৮ জনকে আটক করেন।