আধুনিক শিক্ষা ও স্মার্ট জাতি গঠনের লক্ষ্যে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে

0

আধুনিক শিক্ষা ও স্মার্ট জাতি গঠনের লক্ষ্যে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজী, চট্রগ্রাম এর ৫ম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর লক্ষ্য এখন স্মাট বাংলাদেশ গড়ে তোলা। সে লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় জাতিকে শিক্ষিত করতে সরকার নানা ধরনের পদক্ষেপ নিয়েছে।

Share.

Comments are closed.