আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ায় ড্যাফোডিল ইউনিভার্সিটির খেলোয়াড়দের সংবর্ধনা

0

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনকারী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তারকা খেলোয়াড়দের সংবর্ধনা দেয়া হয়েছে।

রোববার দূপুরে স্মার্টসিটি আশুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে বিজয়ীদের এই সংবর্ধনা দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। এবারের আসরে ১২টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জসহ মোট ৮৮ পয়েন্ট পেয়ে পদক তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

Share.

Comments are closed.