আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটবে

0

‘লড়াই শুরু হয়ে গেছে’ এমন হুঁশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটবে। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় দলের সিনিয়র নেতারা বলেন, ১০ ডিসেম্বর সমাবেশকে ভয় পেয়ে আওয়ামী লীগ নেতারা আবোল-তাবোল বকছেন। আওয়ামী লীগের কথা কেউ বিশ্বাস করে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরবঙ্গ ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব ফখরুল বলেন, আরেকটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করতে হবে। দলের সিনিয়র নেতারা বলেন, ১০ ডিসেম্বর সমাবেশকে ভয় পেয়ে আওয়ামী লীগ নেতারা উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন। এ সময়আলাদত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনাকে সরকারের সাজানো নাটক বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।

Share.

Comments are closed.