আফগানিস্তানের কাছে ২২৪ রানে পরাজয় বাংলাদেশের

0

চট্টগ্রাম টেস্টের শেষ দিনে প্রায় দুই সেশনের বেশি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। তারপরেও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট বাঁচাতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় হেরেছে ২২৪ রানে।

বৃষ্টি বিলম্বের পর দিনের শেষভাগে ১৮.৩ ওভার বেঁধে দেওয়া হয়। তেমন পরিস্থিতিতে ৩.৩ ওভার বাকি রেখে ১৭৩ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ।

মোহাম্মদ নবীর বিদায়ী টেস্ট জিততে গতকালই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল আফগানিস্তান। ৩৯৮ রানের লক্ষ্যে ছুঁড়ে দিয়ে ১৩৬ রানের বিনিময়ে বাংলাদেশের ৬ উইকেট তুলে নিয়েছিল।

তবে তাদের সেই জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। বার বার বৃষ্টি হানা দিয়ে তাদের হতাশা বাড়ালেও ড্রয়ের সুযোগ করে দিয়েছিল বাংলাদেশের। কিস্তু ব্যাটিং ব্যর্থতায় দিনের শেষ ভাগে কোনও প্রতিরোধই গড়তে পারেনি সাকিবরা।

প্রথম ইনিংসে সাফল্যের পর এই ইনিংসেও ৪৯ রানে ৬ উইকেট নিয়েছেন রশিদ। প্রথম ইনিংসে ৫টি নিয়ে ম্যাচ সেরা তিনি। 

Share.

Comments are closed.