আফগানিস্তানের একটি মহাসড়কে পেতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে নিহত হয়েছেন ৩৪ জন। আহত হয়েছেন আরও ১৭ জন। এর মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। বিস্ফোরণে নিহতরা সবাই কান্দাহার-হেরাত মহাসড়ক ধরে চলাচলকারী একটি বাসের যাত্রী।
এখন পর্যন্ত কেউ এ ঘটনার দায় স্বীকার করেনি। তবে পুলিশের পক্ষ থেকে এ বিস্ফোরণের ঘটনায় তালেবানকে দায়ী করা হচ্ছে। ফারাহ গভর্নরের মুখপাত্র ফারুক বারাকজাই জানান, নিহত ব্যক্তিদের সবাই বেসামরিক ব্যক্তি।
এ হামলার একদিন আগে মঙ্গলবার জাতিসংঘ জানিয়েছে, আফগানিস্তানে ২০১৯ সালের প্রথম ছয় মাসে প্রায় চার হাজার মানুষ হতাহত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ছয় মাসে সরকার সমর্থিত বাহিনীর হাতে খুন হয়েছেন ৭১৭ আফগান নাগরিক। একই সময়ে আহত হয়েছেন ৬৮০ জন। হতাহতের এ সংখ্যা গত বছরের একই সময়ের চেয়ে ৩১ শতাংশ বেশি।