আফগানিস্তানে দায়িত্ব পালনের সময় ২৫ জন তালেবানকে হত্যা করার বিষয়ে তিনি গর্ব করেছেন। এমন দাবি যারা করেছেন তাদের তীব্র সমালোচনা করেছেন প্রিন্স হ্যারি। তিনি বলেছেন, এটা ‘বেদনাদায়ক’ ও ‘বিপজ্জনক মিথ্যা’।
মার্কিন চ্যাট শো ‘দ্য লেট শো’ এর সঞ্চালক স্টিফেন কোলবার্টের সঙ্গে কথা বলার সময় হ্যারি বলেন, ‘কোনো সন্দেহ নেই গণমাধ্যম সবচেয়ে বিপজ্জনক যে মিথ্যাটি বলেছে তা হলো, আফগানিস্তানে কতজনকে হত্যা করা হয়েছে তা নিয়ে তার অহংকারের কথা বলা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। তিনি অভিযোগ করেন, সংবাদ মাধ্যমে তার কথাগুলোকে প্রেক্ষাপটের বাইরে নিয়ে ব্যাখ্যা করা হয়েছে। ব্রিটিশ সংবাদপত্র ও কয়েকজন সাবেক সিনিয়র ব্রিটিশ সামরিক কর্মকর্তা এভাবে হত্যার সংখ্যা জনসমক্ষে প্রকাশ করার বিষয়টির কঠোর সমালোচনা করে জানিয়েছেন, এর ফলে হ্যারি ও সংশ্লিষ্ট অন্যরা ঝুঁকিতে পড়তে পারে।