আবারো করোনা সংক্রমণের ঢেউ দেখা দিচ্ছে চীনে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আগামী জুনে প্রতি সপ্তায় নতুন ধরন এক্সবিবিতে সাড়ে ৬ কোটির বেশি মানুষ আক্রান্ত হতে পারেন।
চীনের করোনা বিশেষজ্ঞ ঝং নানসেন এক বিবৃতিতে জানান, আশঙ্কা করা হচ্ছে, জুন থেকে প্রতি সপ্তায় করোনা সংক্রমণ ৪ কোটি থেকে বেড়ে সাড়ে ৬ কোটিতে পৌঁছাতে পারে। এক গবেষণার ওপর ভিত্তি করে জং বলছেন, কিছুদিন পর সংক্রমণের যে ঢেউ দেখা যাবে তা এড়ানো বেশ কঠিন। ওমিক্রনের নতুন উপধরন xbb 1.9.1, xbb 1.5 এবং xbb 1.16 মোকাবিলায় চীনে এরইমধ্যে দুটি নতুন ভ্যাকসিনের অনুমোদন দেয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ঠেকাতে এখন থেকেই পদক্ষেপ নিতে হবে। গত ডিসেম্বরে জনগনের আন্দোলনে জিরো কোভিড নীতি থেকে সরে যেতে বাধ্য হয় দেশটির সরকার।