আবাসন খাতের উন্নয়নে জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন

0

আবাসন খাতের উন্নয়নে জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব বসতি দিবস উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

`বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি, সবার জন্য টেকসই নগর গড়ি’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হলো এবাবের বিশ্ব বসতি দিবস। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা ও তীব্রতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে বিপুল সংখ্যক মানুষ প্রতিবছর আশ্রয়হীন হয়ে পড়ছে। তাই ২০৪১ সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এতে বক্তারা বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘আমার গ্রাম-আমার শহর’ বাস্তবায়নেই নগর ও গ্রামাঞ্চলের সুষম উন্নয়নে কাজ করা হচ্ছে। বাসযোগ্য ও নিরাপদ আবাসস্থলের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৬ সাল থেকে সারা বিশ্বে অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস পালিত হয়ে আসছে।

Share.

Comments are closed.