চট্টগ্রামে আলিনা ইসলাম আয়াত নামের পাঁচ বছরের এক শিশুকে হত্যা ও এরপর লাশ টুকরো করার অভিযোগে করা মামলায় গ্রেফতার আবির মিয়াকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সম্পৃক্ততার তথ্যপ্রমাণ পাওয়ার পর গত ২৪ নভেম্বর রাতে তাকে গ্রেফতার করে পিবিআই। সোমবার চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল হালিম এ আদেশ দেন।
আবিরের বাবা ভ্যানচালক আজহারুল ইসলাম শিশু আয়াতদের বাসায় ভাড়া থাকেন। মা -বাবার বিবাহ বিচ্ছেদের পর তাদের দুই বাসাতেই যাতায়াত ছিল আবিরের। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শিশু আয়াতকে অপহরণ করে ৬ থেকে ৭ লাখ টাকা মুক্তিপণ আদায়ের পরিকল্পনা ছিল আবিরের। কিন্তু তার মুঠোফোনের সিম কাজ না করায় শিশুটির পরিবারকে ফোন দিতে পারেননি। নিজে ধরা পড়ে যাবেন এ ভয়ে শিশুটিকে কেটে ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দেন। মামলার তদন্ত কর্মকর্তা অভিযুক্ত আবীর আলীর ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদলতে কান্না জড়িত কন্ঠে হত্যাকারীর ফাসিঁ দাবি করেন আয়াতের হতভাগা বাবা মা। আদালত থেকে আসামি আবীর আলীকে প্রিজন ভ্যানের কাছে নিয়ে যাওয়ার সময় তাকে মারধর করতে উদ্যত হয় স্থানীয় বিক্ষুব্ধরা।