আয়াতের খণ্ডিত দেহের অংশ বিশেষ পাওয়ার কথা জানিয়েছে পিবিআই

0

চট্টগ্রাম নগরীর ইপিজেডে হত্যার শিকার ৫ বছরের শিশু আলীনা ইসলাম আয়াতের খণ্ডিত দেহের অংশ বিশেষ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই।

বুধবার দুপুরে নগরীর আকমল আলী রোডের শেষ প্রান্তে একটি নালায় বিচ্ছিন্ন দুই পায়ের অংশ পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মনোজ কুমার দে বলেন, শিশু আয়াতের পায়ের খণ্ডিত অংশ পাওয়ার সংবাদ পাওয়া গেছে। এর আগে শিশু আয়াতকে খুনের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় গত ২৪ নভেম্বর রাতে আবীর আলী নামে এক যুবককে গ্রেফতার করে পিবিআই। পরে তার বাবা, মা ও বোনকেও গ্রেফতার করা হয়।

Share.

Comments are closed.