আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ

0

মঙ্গলবার শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ। ম্যাচের আগের দিন এমনটি জানান, বাংলাদেশ দলের বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

যদিও প্রতিপক্ষকে খাট করে দেখছে না বাংলাদেশ। তবে স্পিনারদের পাশাপাশি পেসাররা ভাল করলে সহজ জয় সম্ভব বলে মনে করেন মিরাজ। ম্যাচের আগের দিন বাংলাদেশ দলের শিবিরে দু:সংবাদ, ইনজুরির কারণে খেলতে পারছেন না তাসকিন আহমেদ। অপরদিকে বাংলাদেশ দলকে শক্তিশালী মানলেও ভাল করতে মরিয়া আয়ারল্যান্ড। চট্টগ্রামে শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে দাপুটে জয় তাদের সামনে অনুপ্রেরণা। তারা টেস্ট ম্যাচেও ভাল কিছু করার জন্য মুখিয়ে। ম্যাচের আগেরদিন মিরপুরে দুই দলই কঠোর অনুশীলন করে। শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১০ টায়। এবারই প্রথম টেস্টে মুখোমুখি হবে এ দুই দল।

Share.

Comments are closed.