আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টির প্রথমটি আজ

0

এশিয়া কাপ খেলে এ মাসেই সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপ সামনে রেখে সঠিক প্রস্তুতি নেয়ার লক্ষ্যে দুই সপ্তাহের ব্যবধানে আবারো মধ্যপ্রাচ্যের দেশটিতে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটিতে কিছুক্ষণ পর মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল।

আন্তর্জাতিক ক্রিকেটে মোট দুবার দেখা হয়েছে আরব আমিরাত ও বাংলাদেশের এবং দুবারই এশিয়া কাপে। ২০০৮ সালের লাহোরে এশিয়া কাপে ৫০ ওভারের ম্যাচে আমিরাতিদের ৯৬ রানে হারায় বাংলাদেশ। টি-টোয়েন্টি ক্রিকেটে একবার মুখোমুখি হয়। ২০১৬ সালে ঢাকায় এশিয়া কাপের সেই ম্যাচে আমিরাতকে৫১ রানে হারায় বাংলাদেশ। আজ তৃতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হবে দু’দল। ২৭ সেপ্টেম্বর একই মাঠে হবে দ্বিতীয় ম্যাচ। ২৮ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে টাইগারদের।

Share.

Comments are closed.