আরব ও মুসলিম বিশ্বের নিন্দা সত্ত্বেও জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় দফা হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ।
বুধবার রাতে আলআকসা মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয়বারের অভিযানে ফিলিস্তিনি মুসল্লিদের উপর স্টান গ্রেনেড এবং রাবার বুলেট নিক্ষেপ করেছে বলে জানিয়েছে আল জাজিরা। এ সময় সশস্ত্র সৈন্যরা রমজানের নামাজের জন্য সেখানে জড়ো হওয়া মুসল্লিদের জোর করে মসজিদ থেকে বের করে দেয়। এদিকে, আল আকসা মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের ওপর ইসরায়েলি পুলিশের হামলার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলার চালানো হয়েছে। গাজার ফিলিস্তিনি দলগুলো বৃহস্পতিবার ভোরে ইসরায়েলে বেশ কয়েকটি রকেট ছুড়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দুটি রকেট ভূমধ্যসাগরের দিকে ও পাঁচটি ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে।