দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট দ্য অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশন্স আসিয়ানের নেতারা মিয়ানমারকে হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, শান্তি পরিকল্পনায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে হবে। তা না হলে জোটের বৈঠক থেকে মিয়ানমারকে বাদ দেওয়া হবে। শুক্রবার নম পেন-এ জোটটির সম্মেলনে এই হুঁশিয়ারি জানানো হয়।
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর সৃষ্ট রাজনৈতিক অস্থিতিশীলত পরিস্থিতি অবসান করে শান্তি প্রতিষ্ঠায় জান্তা ও আসিয়ানের মধ্যে পাঁচ দফার সমঝোতা হয়েছিল। কিন্তু এক বছর পর মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় অসন্তুষ্ট আসিয়ান নেতারা। শুক্রবার আসিয়ান দেশগুলোর নেতারা সিদ্ধান্ত নিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে মিয়ানমারের সামরিক সরকারকে পাঁচ দফার আলোকে সুনির্দিষ্ট, বাস্তব সম্মত ও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে হবে। গত বছর সামরিক অভ্যুত্থানে অং সান সু চির নেতৃত্বাধীন বেসামরিক সরকার উৎখাত হওয়ার পর থেকে মিয়ানমারে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বিশৃঙ্খলা বিরাজ করছে। অভ্যুত্থানের পর গণতন্ত্রপন্থীদের ওপর কঠোর দমন-পীড়ন চালাচ্ছে সরকার।