ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের সাথে ড্র করেছে টটেনহাম

0

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে এভারটনের সাথে ১-১ গোলে ড্র করেছে টটেনহাম হটস্পার। এভারটনের ঘরের মাঠ গুডিনসন পার্কে উত্তেজনাপূর্ণ ম্যাচটি শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে।

তবে কোন দলই গোল করতে না পারায় প্রথমার্ধ থাকে গোলশূণ্য। ম্যাচের ৫৮ মিনিটে আব্দুলায়ে ডোকোরে লাল কার্ড পেলে ১০ জনের দলে পরিণত হয় এভারটন। ৬৮ মিনিটে স্টট কিক থেকে গোল করে টটেনহামকে লিড এনে দেন হ্যারি কেন। ম্যাচের ৮৮ মিনিটে লাল কার্ড পায় টটেনহামের লুকাস মোরা। এর দুই মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে মাইকেল কিন অসাধারণ গোল করলে ১-১ সমতায় পয়েন্ট ভাগাভাগিতে শেষ হয় খেলা।

Share.

Comments are closed.