অ্যাশেজের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়া জিতেছে ২৫১ রানের বিশাল ব্যবধানে। ইংল্যান্ডকে ৩৯৮ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। চতুর্থ দিনের শেষ বিকেলে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড পঞ্চম দিনের চা বিরতির আগেই অলআউট হয়ে গেছে মাত্র ১৪৬ রানে।
লাঞ্চের আগে ও পরে ইংলিশ ব্যাটিং লাইনআপ ধসিয়ে মাত্র ৪৯ রানে লায়নের শিকার ৬ উইকেট। ৩২ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে সহজ জয় এনে দিয়েছেন কামিন্স।
শেষ দিনে জিততে ইংল্যান্ডের দরকার ছিল ৩৮৫ রান। ১০ উইকেট হাতে নিয়ে শেষ দিন শুরু করা ইংল্যান্ড দাঁড়াতেই পারেনি লায়ন-কামিন্সের সামনে।
এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মাঝে ১৪৪ রানের ইনিংস খেলে স্মিথ অস্ট্রেলিয়ার রান নিয়ে গিয়েছিলেন ২৮৪-তে। জবাবে ররি বার্নসের সেঞ্চুরিতে ইংলিশরা প্রথম ইনিংসে লিড নেয়।
দ্বিতীয় ইনিংসে আরেকবার অস্ট্রেলিয়ার ওপেনাররা ব্যর্থ হলেও স্মিথ ও ম্যাথু ওয়েডের সেঞ্চুরিতে ৭ উইকেটে ৪৮৭ রানে ইনিংস ঘোষণা করে তারা। তাতে ইংল্যান্ডের লক্ষ্য ঠিক হয় ৩৯৮ রানের। সেই লক্ষ্যে খেলতে নেমে ৫২.৩ ওভারে স্বাগতিকরা অলআউট ১৪৬ রানে।