ইংল্যান্ডকে ২২৪ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া

0
বার্মিংহামে ওয়ার্ল্ড কাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২২৪ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাটিং নিয়ে শুরুতেই চাপে পড়ে অজিরা। ১৪ রানের মধ্যেই প্রথম সারির তিন ব্যাটসম্যানকে হারায় তারা। দলীয় ৪ রানে অ্যারন ফিঞ্চ, ১০ রানে ডেভিড ওয়ার্নার ও ১৪ রানে পিটার হ্যান্ডসকম্ব সাজঘরে ফেরেন। এরপর অ্যালেক্স কেরিকে সাথে নিয়ে প্রাথমিক বিপদ সামাল দেন স্টিভেন স্মিথ। তবে ৪৬ রানে আউট হয়েছেন কেরি। এরপর একাই দলের হাল ধরেন স্টিভেন স্মিথ। তাকে সঙ্গ দেয়ার চেষ্টা করেন গ্ল্যান ম্যাক্সওয়েল। বেশি দূর যেতে পারেন নি ম্যাক্সওয়েল। ২২ রানে ফিরেছেন তিনি। দলকে এগিয়ে নেয়ার পাশাপাশি সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন স্মিথ। কিন্তু ৮৫ রান করার পর রান আউট হয়ে সাজঘরে ফিরে যান তিনি। মারমুখী মেজাজে ছিলেন মিচেল স্টার্ক। কিন্তু ২৯ রান করে বিদায় নেন তিনি। শেষ পর্যন্ত এক ওভার বাকি থাকতে ২২৩ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের হয়ে ক্রিস ওকস ও আদিল রশিদ নিয়েছেন ৩টি করে উইকেট। গতকাল প্রথম সেমিফাইনালে ভারতকে ১৮ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় নিউজিল্যান্ড। ১৪ জুলাই ফাইনালে আজকের ম্যাচের জয়ী দলের বিপক্ষে লড়বে কিউইরা।
Share.

Comments are closed.