ইউএন পুলিশের সকল কার্যক্রমে সহায়তা করবে বাংলাদেশ পুলিশ

0

জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা মিশনে জাতিসংঘ পুলিশ হিসেবে নিয়োজিতরা অত্যন্ত আন্তরিকতা, পেশাদারিত্ব এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর একটি অভিজাত হোটেল ইউএনপোল ডে-২০২২ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রোববার সকালে ইউএনপোল ডে-২০২২ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিভিন্ন শান্তিরক্ষা মিশনে জাতিসংঘ পুলিশ হিসেবে নিয়োজিতদের প্রশংসা করার পাশাপাশি বাংলাদেশ পুলিশেরও প্রশংসা করেন। অনুষ্ঠানে আইজিপি জানান, ইউএন পুলিশের সকল কার্যক্রমে সহায়তা করবে বাংলাদেশ পুলিশ। এ বছর আইএপিটিসি’র ২৬তম বার্ষিক সম্মেলন ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং গাজীপুরে অনুষ্ঠিত হবে।

Share.

Comments are closed.