ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আগামী মওসুমে খেলার সম্ভাবনা প্রায় শেষ জুভেন্টাসের

0

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আগামী মওসুমে খেলার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের। দলবদলের চুক্তি ও অর্থ নিয়ে মিথ্যা তথ্য দেয়ায় আদালতের রায়ে যুভেন্টাসের ১০ পয়েন্ট কেটে নিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।

পয়েন্ট কাটার পর টেবিলের দ্বিতীয় স্থান থেকে সপ্তম স্থানে নেমে গেছে তারা। পয়েন্ট হারিয়ে সিরি আ’তে এমপলির মাঠে খেলতে নেমে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে জুভেন্টাস। ১৮ মিনিটে কাপোতু স্পট কিক থেকে গোল করে স্বাগতিকদের লিড এনে দেন। এর মাত্র তিন মিনিট পরে লোপার্তো গোল করলে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় এমপলি। দ্বিতীয়ার্ধে কাপুতো আরেকটি ও পিক্কোলি চতুর্থ গোলটি করেন। ৮৫ মিনিটে চেইসা জুভেন্টাসের পক্ষে একমাত্র গোলটি করেন। ৩৬ ম্যাচ শেষে ৫৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থাকা জুভেন্টাসের বাকি আছে আর মাত্র দুটি ম্যাচ।

Share.

Comments are closed.