ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে শতাধিক মানুষ নিহত

0

ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় ভূমিকম্পে শতাধিক মানুষ নিহত হওয়ার পর মঙ্গলবার সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেপে উঠলো প্রসান্ত মহাসাগরীয় দীপরাষ্ট্র সলোমন দীপপুঞ্জ। মঙ্গলবার ঘটে যাওয়া অন্তত ২০ সেকেন্ডের ওই ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির রাজধানী হনিয়ারা।

এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও, বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে হনিয়ারার বেশ কয়েকটি এলাকা। ভেঙে পড়ে বেশ কয়েকটি বাড়ি, ক্ষতিগ্রস্ত হয় একাধিক গাড়ি। আধা ঘণ্টার মধ্যে দুটি ভূকম্পন অনুভূত হয়। প্রথম ভূমিকম্পের পরপরই দেশটির প্রধানমন্ত্রী কার্যালয় থেকে নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার আহ্ববান জানানো হয়। জারি করা হয় সুনামি সতর্কতা, যদিও পরে তা উঠিয়ে নেওয়া হয়। ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে শতাধিক নিহত ও কয়েকশ মানুষ আহত হওয়ার পর সলোমন দ্বীপপুঞ্জে আরও শক্তিশালী দুটি ভূমিকম্প হল। সোমবার ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ১৬২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত ৩২৬ জন।

Share.

Comments are closed.