বৃহস্পতিবার লং মার্চে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খানকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় হামলাকারীরা। এতে পায়ে গুলি লাগে তার। হাসপাতালে অস্ত্রোপচারের পর তিনি বলেন, তার পায়ে চারটি গুলি বিদ্ধ হয়।
এ ঘটনায় ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং এক শীর্ষ সেনা কর্মকর্তা জড়িত বলে প্রকাশ্যে অভিযোগ করেন সাবেক এ তারকা ক্রিকেটার। ইতোমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের কোনও অফিসার জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে। আর শনিবার লাহোরে সাংবাদিকদের নিজের অবস্থান তুলে প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, এ ঘটনায় তার সম্পৃকত থাকার প্রমাণ পাওয়া গেলে প্রধানমন্ত্রীর পদে থাকার অধিকার থাকে না। ইমরান খান যে তিনজনের নাম উল্লেখ করেছেন, তাদের বিরুদ্ধ প্রমাণ উপস্থাপন করতে পারেননি। নিজের বিরুদ্ধে এমন কোনও প্রমাণ দিলে শাহবাজ শরীফ চিরতরে রাজনীতি ছেড়ে দেবেন বলে জানান।