ইয়াবা বিক্রির অভিযোগে ইয়াবা ও তক্ষকসহ ৬জন গ্রেপ্তার

0

বিশেষ কৌশলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা বিক্রির অভিযোগে ইয়াবা ও তক্ষকসহ ৬জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে মহানগর পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপকমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান।

উপকমিশনার বলেন, গত মঙ্গলবার বিকেলে একটি অসাধু চক্র সিসি ক্যামেরা ও প্রিন্টারের টোনারের ভিতরে অভিনব কায়দায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদকদ্রব্য পাচার করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় বাসন থানা এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কক্সবাজার থেকে আসা সিসি ক্যামেরা ও প্রিন্টারের টোনারের ভিতর থেকে ৮ শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়। এদিকে, গাজীপুর চৌরাস্তার আউটপাড়া এলাকায় কালোবাজারের মাধ্যমে তক্ষক বিক্রি করে বিদেশে পাচার করছে এমন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে স্থানীয় ফার্নিচারের দোকানের সামনে থেকে একটি তক্ষকসহ অপর তিনজনকে গ্রেপ্তার করা হয়। দুটি আলাদা ঘটনায় বাসন থানায় মামলা দায়ের করা হয়েছে।

Share.

Comments are closed.