তরুণী মাহশা আমিনি মৃত্যুর ঘটনায় শুরু হওয়া বিক্ষোভে দমন–পীড়ন চালানোয় ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইরানের নীতি পুলিশ, দেশটির রেভল্যুশনারি গার্ডের সাইবার বিভাগ ও তথ্যমন্ত্রী মোহাম্মদ জাভেদ আজারি জাহরোমিনতুনের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
সোমবার লুক্সেমবার্গে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়। ক’দিন ধরেই গুঞ্জন চলছিলো, বিক্ষোভে দমন পীড়ন চালানোর ঘটনায় ইরান সরকারের উচ্চপদস্থ ১৫ কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ এবং ইউরোপে থাকা তাদের সম্পদ জব্দ করার ঘোষণা দেওয়া হতে পারে। ১৩ সেপ্টেম্বর ইরানের রাজধানী তেহরান থেকে মাহশা আমিনি নামের এক তরুণীকে হিজাবসংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করে নীতি পুলিশ। পুলিশি হেফাজতে তার মৃত্যূ হলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। বিক্ষোভ দমনে গুলি চালায় ইরানের নিরাপত্তা বাহিনী। দুই শতাধিক মানুষ নিহত হনে আন্দোলনে। গ্রেফতার করা হয় কয়েক হাজার বিক্ষোভকারীকে।