ইরানে বিক্ষোভরত এক তরুণীকে আটকের সময় যৌন হামলা

0

ইরানে বিক্ষোভরত এক তরুণীকে আটকের সময় দাঙ্গাবিরোধী পুলিশ তার উপর যৌন হামলা চালিয়েছে। এমন একটি ভিডিও ঘিরে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তীব্র ক্ষোভ দেখা যাচ্ছে।

দেশটিতে অনেকেই এ ঘটনার জন্য ‘ন্যায় বিচার’ দাবি করছেন ও দেশটির পুলিশ প্রধানের পদত্যাগ দাবি করছেন। ইরানে এবার কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় আন্দোলন দেখা যাচ্ছে। মূলত নিরাপত্তা হেফাজতে ২২ বছর বয়সী তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর থেকেই সেখানে বিক্ষোভ দানা বাঁধে এবং পরে সারাদেশে ছড়িয়ে পড়ে। যদিও পুলিশের দাবি, ওই তরুণী মারা গেছেন সেরিব্রাল হাইপক্সিয়া থেকে একাধিক অঙ্গ বিকল হয়ে যাবার কারণে। দীর্ঘদিন ধরেই বন্দীদের সাথে যৌন ও মানসিক হয়রানিসহ নানা অসদাচরণের অভিযোগ রয়েছে ইরানে।

Share.

Comments are closed.