টেসলার সিইও ইলন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী হয়েছেন ফ্রান্সের বার্নার্ড আর্নল্ট। ফরাসি বিলাস দ্রব্য সংস্থা এলভিএমএইচ এর চেয়ারম্যান আর্নল্ট ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে রয়েছেন। আর এতে দীর্ঘদিন ধরে শীর্ষে থাকা টুইটারের নতুন মালিক মাস্কের অবস্থান নেমে এসেছে দ্বিতীয় স্থানে।
মঙ্গলবার ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুসারে, আর্নল্টের মোট সম্পদের পরিমাণ ১৭১ বিলিয়ন, যা টেসলার সিইও মাস্কের ১৬৪ বিলিয়নকে ছাড়িয়ে গেছে। গত সপ্তাহে প্যারিস ভিত্তিক টাইকুন ফোর্বসের ‘রিয়েল টাইম বিলিয়নেয়ার’ তালিকার শীর্ষে রয়েছেন তিনি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুসারে, মাস্ক এই বছর মোট ১০৭ বিলিয়ন খুইয়েছেন। টেসলার শেয়ারের দাম কমে যাওয়া ও টুইটার সংক্রান্ত বিভিন্ন ঝামেলার কারণে তাকে এখন পর্যন্ত বড় অঙ্কের লোকসান গুনতে হয়েছে। ফলে ধনীদের তালিকায় প্রথম স্থান থেকে নেমে পড়েছেন তিনি।