ইলিশে সয়লাব কক্সবাজারের একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্র ফিসারি ঘাট। অনেকদিন পর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। আড়ৎগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য। ট্রলারভর্তি ইলিশ নিয়ে সাগর থেকে ফিরে আসছেন জেলেরা। ইলিশের পাশাপাশি ধরা পড়ছে নানা প্রজাতির মূল্যবান সামুদ্রিক মাছও।
২২ দিনের নিষেধাজ্ঞার পর সাগরে যেতেই ট্রলারভর্তি ইলিশ নিয়ে ফিরছেন কক্সবাজার উপকূলের জেলেরা। বেশি কিছুদিন অলস থাকার পর আবারও চাঙ্গা হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ এই মৎস্য অবতরণ কেন্দ্রটি। ঘাটে ট্রলার ভিড়তেই ঝুড়ি নিয়ে মাছ খালাসে ব্যাস্ত জেলেরা। দীর্ঘদিন পর তাদের মুখে হাঁসি ফুটলেও তাদের অভিযোগ, ইলিশ ধরা বন্ধের সময় মাছ ধরেছে ভারতের জেলেরা। শুধু ইলিশ নয়, ধরা পড়েছে ছুরি, রুপচাঁদা, কোরাল সহ বিভিন্ন সামুদ্রিক মাছ। এখনো অনেক ট্রলার সমুদ্রে আছে জানিয়ে, মৎস্য কর্মকর্তারা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এবছর ইলিশের উৎপাদন হবে আশাব্যঞ্জক। জেলার চাহিদা মিটিয়ে কক্সবাজার থেকে ইলিশ পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।