ঈদের আগেই বঙ্গবাজার মার্কেট খুলে দেওয়া হবে

0

ঈদের আগেই বঙ্গবাজার মার্কেট খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বৃহস্পতিবার সকালে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তবে তার এই ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবসায়িরা।

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিমযয়ের সময় সালমান এফ রহমান বলেন, ক্ষতিগ্রস্তদের পুণর্বাসন এবং ক্ষতিপূরণ দিতে বিভিন্নভাবে কাজ চলছে। খুব দ্রুতই বঙ্গবাজার মার্টে খুলে দেয়া হবে। এ সময় দোকান মালিক সমিতির পক্ষ থেকেও প্রতিশ্রুতি দেয়া হয় যতদ্রুত সম্ভব মার্কে খুলে দেয়ার। তবে তাদের এই প্রতিশ্রুতিতে মিশ্র প্রতিক্রিয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের। তাদের কেউ কেউ এতে সন্তুষ্ট হলেও অন্যরা সেই প্রতিশ্রুতিতে রাখতে পারছেন না ভরসা। গেলো মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। স্বরণকালের ভয়াবহ এ অগ্নিকাণ্ডে মাটির সঙ্গে মিশে যায় বঙ্গবাজারের হাজার হাজার দোকান।

Share.

Comments are closed.