উত্তরাখণ্ডে কেদারনাথ তীর্থযাত্রীদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দুই পাইলটসহ ৬ জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে তীর্থযাত্রীও রয়েছেন। মঙ্গলবার দেশটির উত্তরাখণ্ড রাজ্যে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার উত্তরাখণ্ডের কেদারনাথের কাছে তীর্থযাত্রীদের বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ ঘটনার পরপরই প্রশাসনিক দল উদ্ধার কাজে রওনা হয়েছে।